Get Flower Effect

জানতে হলে জানাতেও হবে....

কাঙ্খিত তথ্য জানতে সংশ্লিষ্ট ডানপাশের লেবেল এর উপর ক্লিক করুন। যেকোন পোস্ট যেকোন সময় আপডেট হতে পারে। তাই একবার সমাধান না পেলে পূনরায় ঐ পোস্টটি ভিজিট করুন। পূর্বের পোষ্টগুলো দেখতে চাইলে পুরাতন পোষ্ট-এ এবং নতুন পোস্টগুলোর জন্য হোম বাটনে ক্লিক করুন। যাদের জানা নেই শুধু তাদের জন্য .....

If you want to know more about online earning then please click here

Translate

অ্যালার্টপে অ্যাকাউন্ট ভেরিফাই

জনপ্রিয় অনলাইন অর্থ লেনদেন সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যালার্টপে সম্প্রতি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে বিভিন্ন আউটসোর্সিং সাইট থেকে বা দেশের বাইরে থেকে টাকা দেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে উত্তোলন করার সুবিধা রয়েছে। আবার বিভিন্ন ই-কমার্স সাইট থেকে অনলাইনে কেনাকাটাও করা যাবে। \'পারসনাল\', \'পারসনাল প্রো\' এবং \'বিজনেস\'_ এ তিন ক্যাটাগরিতে অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে সাইটটিতে।

অ্যাকাউন্ট করার পর নিরাপদ এবং নিশ্চিন্ত লেনদেন করতে অ্যাকাউন্ট ভেরিফাই করে নেওয়ার প্রয়োজন রয়েছে। নিচে বাংলাদেশ থেকে অ্যালার্টপে অ্যাকাউন্ট ভেরিফাই করার বিস্তারিত তথ্য দেওয়া হলো।অ্যালার্টপে সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ব্যাংক ট্রান্সফার, ক্রেডিট কার্ড ভ্যালিডিটি এবং মোবাইল ফোন ও চেক উত্তোলনের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে। বাংলাদেশে অ্যালার্টপে সেবা যারা দিচ্ছে সেই প্রতিষ্ঠান কাসাডা টেকনোলজির তানভীর আহমেদ জানান, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য ব্যবহারকারীর প্রয়োজন জাতীয় পরিচয়পত্র, বাসার ঠিকানা প্রমাণের জন্য ফোন অথবা অন্য কোনো ইউটিলিটি বিলের কপি। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত ভেরিফিকেশনের জন্য প্রয়োজন ব্যাংকের স্টেটমেন্ট অথবা একটি ভয়েড চেক।
এ ডকুমেন্টগুলোর স্ক্যান কপিগুলো অ্যালার্টপে অ্যাকাউন্টে লগ ইন করে ভেরিফিকেশন অপশনে আপলোড করতে হবে। https://www.alertpay.com/AddBankAccount.aspx ঠিকানায় গিয়ে ভেরিফিকেশন ডকুমেন্টসগুলো আপলোড করার সুযোগ পাওয়া যাবে। ডকুমেন্ট আপলোডের পর সেগুলো ম্যানুয়ালি পরীক্ষা করবে অ্যালার্টপে কর্তৃপক্ষ। তারপর সেটিকে ভেরিফাই অ্যাকাউন্ট ব্যাজ দেবে। এরপর ওই অ্যাকাউন্ট থেকে নিশ্চিন্তে যে কোনো পরিমাণ লেনদেন করা যাবে। যাদের এখনও অ্যালার্টপে অ্যাকাউন্ট নেই তারা http://bit.ly/alertpaybd ঠিকানা থেকে অ্যালার্টপে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।