Get Flower Effect

জানতে হলে জানাতেও হবে....

কাঙ্খিত তথ্য জানতে সংশ্লিষ্ট ডানপাশের লেবেল এর উপর ক্লিক করুন। যেকোন পোস্ট যেকোন সময় আপডেট হতে পারে। তাই একবার সমাধান না পেলে পূনরায় ঐ পোস্টটি ভিজিট করুন। পূর্বের পোষ্টগুলো দেখতে চাইলে পুরাতন পোষ্ট-এ এবং নতুন পোস্টগুলোর জন্য হোম বাটনে ক্লিক করুন। যাদের জানা নেই শুধু তাদের জন্য .....

If you want to know more about online earning then please click here

Translate


জানতে হলে জানাতেও হবে....

কাঙ্খিত তথ্য জানতে সংশ্লিষ্ট ডানপাশের লেবেল এর উপর ক্লিক করুন। যেকোন পোস্ট যেকোন সময় আপডেট হতে পারে। তাই একবার সমাধান না পেলে পূনরায় ঐ পোস্টটি ভিজিট করুন। পূর্বের পোষ্টগুলো দেখতে চাইলে পুরাতন পোষ্ট-এ এবং নতুন পোস্টগুলোর জন্য হোম বাটনে ক্লিক করুন। যাদের জানা নেই শুধু তাদের জন্য .....

বাংলাদেশ ঘুরে গেলেন পেপালের কর্মকর্তারা

বাংলাদেশে অনলাইনে অর্থ আদান-প্রদানের সহজতম ব্যবস্থা 'পেপাল' চালুর দাবিতে অনেক আন্দোলন, সভা-সেমিনার হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু আইনি ঝামেলা থাকলেও সম্প্রতি তার সমাধান হয়েছে। এবার পেপালের কাছ থেকেও পাওয়া গেল ইতিবাচক সাড়া।
দুদিনের সফরে গত সপ্তাহে বাংলাদেশে ঘুরে গেছেন পেপালের কর্মকর্তারা।
সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বেসিসের একটি সূত্র জানায়, গত মাসে যুক্তরাষ্ট্রে পেপালের প্রধান কার্যালয় সফর করেন সংগঠনের সহসভাপতি ফাহিম মাশরুর। এ সময় বাংলাদেশে এ সেবা চালুর অনুরোধ জানিয়ে পেপাল কর্মকর্তাদের বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান তিনি।

দ্রত ওয়েবপেইজ রিলোড

ওয়েবপেইজ ব্যবহারের সময় হালনাগাদ তথ্যের প্রয়োজনে মাঝেমধ্যে রিলোড করতে হয়। ফায়ারফক্স ব্যবহারকারীরা শর্টকাট কি ব্যবহার করে এ সুবিধা পাবেন। এ জন্য কিবোর্ডে Ctrl + R বা F5 চাপতে হবে।

একই পেইজে একাধিক স্লাইডের প্রিন্ট

পাওয়ার পয়েন্ট ২০১০-এ একই পেইজে একাধিক স্লাইডের প্রিন্ট করা সম্ভব। এ জন্য ফাইল মেন্যু থেকে Print অপশনের ডান প্যানেলে settings-এ যান। এবার Full page slides মেন্যুতে ক্লিক করে একটি পেইজে যত স্লাইড প্রিন্ট করতে চান তা নির্ধারণ করে Print বাটনে ক্লিক করুন।

পাওয়ার পয়েন্টে সাদা-কালো প্রিন্ট

পাওয়ার পয়েন্ট ২০১০-এ সাদা-কালো প্রিন্ট করা সম্ভব। এজন্য Print থেকে settings-এ গিয়ে Color মেন্যুতে থাকা Grayscale নির্বাচন করে Print বাটনে ক্লিক করতে হবে।

ভিএলসিতে ধীরগতিতে ভিডিও

ভিএলসি মিডিয়া প্লেয়ারে ভিডিও চলার সময় বিশেষ কোনো দৃশ্য ধীরগতিতে (স্লো মোশন) দেখা সম্ভব। এজন্য ভিডিওটি চালু অবস্থায় কিবোর্ডে '-' চাপতে হবে। সাধারণ অবস্থায় ফিরে আসতে '=' চাপতে হবে।

ভিডিওর স্ক্রিনশট

ভিএলসি মিডিয়া প্লেয়ারে ভিডিও চলা অবস্থায় কোনো দৃশ্যের স্থিরচিত্র ধারণ করা সম্ভব। এ জন্য ভিডিও চালু থাকা অবস্থায় কিবোর্ডে Shift+S চাপতে হবে।

বাংলা ভিএলসি মিডিয়া প্লেয়ার

বাংলায় ভিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করা সম্ভব। এ জন্য প্লেয়ারটি চালু থাকা অবস্থায় কিবোর্ডে Ctrl + P চেপে Interface নির্বাচন করুন। এবার Menus Language থেকে 'বাংলা' নির্বাচন করে Save বাটনে ক্লিক করুন। বন্ধ করে আবার চালু করলেই প্লেয়ারটির বিভিন্ন সুবিধা বাংলায় দেখা যাবে।

ভিএলসিতে দ্রুতগতিতে ভিডিও

ভিএলসি মিডিয়া প্লেয়ারে ভিডিও চলার সময় বিশেষ কোনো দৃশ্য দ্রুতগতিতে দেখা সম্ভব। এ জন্য ভিডিওটি চালু অবস্থায় কিবোর্ডে '+' চাপতে হবে।

ই-মেইলে বড় ফাইল পাঠান

অনেকেই ই-মেইলের মাধ্যমে বড় সাইজের ফাইল পাঠাতে চান। তবে বিনা মূল্যে ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল অ্যাটাচ ফাইলে একটি নির্দিষ্ট সাইটের বেশি বড় সাইজের ফাইল পাঠানো যায় না। এ ছাড়া সফটওয়্যার বা গেমসও সংযুক্ত করে পাঠানো যায় না। কারণ মেইল সেবাদানকারীরা মনে করেন .exe এক্সটেনশন যুক্ত ফাইলে ভাইরাস থাকতে পারে। এসব সমস্যার সমাধান দিতে পারে ড্রপবক্স (Dropbox)। আপনার কম্পিউটারে ইন্সটল করা ড্রপবক্স ফোল্ডারের ভেতরে Public নামের একটা ফোল্ডার রয়েছে তার ভেতরে রেখে দিন যা আপনি পাঠাতে চান। পুরো ফোল্ডার পাঠাতে চাইলে Zip করে রাখুন। এবার অপেক্ষা করুন সম্পূর্ণ আপলোড হওয়া পর্যন্ত। যখন দেখবেন ফাইল বা ফোল্ডারের পাশে সবুজ টিক চিহ্ন এসে গেছে বুঝবেন আপলোড সম্পন্ন। এবার সেই ফাইল বা ফোল্ডারের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে ড্রপবক্স মেনু হতে Copy public link-এ ক্লিক করুন। এবার আপনার মেইলে গিয়ে Compose Mail বা New Mail-এ যান। এবার Paste করে দিন সেই public linkটি। এই লিংকটিতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে। আপনি যদি ফাইল কিংবা ফোল্ডারের নাম পরিবর্তন না করে ভেতরে কোনো কিছু সংযোজন বা বিয়োজন করেন তাহলে নতুন করে আর মেইল করতে হবে না। আগের লিংকে ক্লিক করেই প্রাপক ডাউনলোড করতে পারবেন। ড্রপবক্সের সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন
http://roufmomen.blogspot.com/search/label/Dropbox।

অপারেটিং সিস্টেম ঠিকভাবে কাজ করছে না?

অনেক সময় Control panel-এর Add or Remove Programs থেকে কোনো সফটওয়্যার Uninstall করার সময় বা ভুলবশত সি ড্রাইভ থেকে যদি অপারেটিং সিস্টেমের দরকারি কোনো ফাইল ডিলিট হয়ে যায়, তাহলে কম্পিউটার ঠিকভাবে কাজ করে না বা অপারেটিং সিস্টেমের ফাইল মিসিং দেখায় এবং অনেক সমস্যার সৃষ্টি হয়।
এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কম্পিউটারকে কিছুদিন আগের অবস্থায় নিয়ে যান। অর্থাৎ আনুমানিক যে তারিখ আপনার কম্পিউটার ভালো ছিল, সেই তারিখে নিয়ে যান।
আর এটি করতে হলে প্রথমে C:\WINDOWS\ System32\Restore-এ গিয়ে rstrui.exe-তে ডাবল ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটাতে Restore my computer to an earlier time নির্বাচন করে Next-এ ক্লিক করুন। দেখবেন একটি ক্যালেন্ডার এসেছে। এখন যে তারিখে আপনার কম্পিউটার ভালো ছিল, সেই তারিখ নির্বাচন করে (শুধু বোল্ড তারিখগুলো নির্বাচন করতে পারবেন) Next-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে আবার Next-এ ক্লিক করুন। দেখবেন কম্পিউটার অটো রিস্টার্ট নিয়ে কাজ শেষ করার পর সফলতার বার্তা এসেছে। এখন দেখবেন আপনার কম্পিউটারের সমস্যা ঠিক হয়ে গেছে। আর যদি তাতে ঠিক না হয় তাহলে আবার পুনরায় অন্য কোনো তারিখ নির্বাচন করেও Restore করতে পারেন। এখন করা Restore-টি আবার আপনি Undo-ও করতে পারবেন।

শিক্ষাবিষয়ক ওয়েবসাইট

ইন্টারনেটে চালু হয়েছে শিক্ষাবিষয়ক স্টুডেন্ট রিলেশন (www.studentrelation.com) নামের ওয়েবসাইট। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও বৃত্তির তথ্য পাওয়া যাবে।

পুরো পৃষ্ঠার ছবি!

অনেক সময় ওয়েবপেজ দেখার সময় সফটওয়্যারে (ব্রাউজার) খোলা পুরো পৃষ্ঠার ছবি (স্ক্রিনশট) নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু পৃষ্ঠাটি যদি বড় হয় এবং মনিটরে যদি পুরো পৃষ্ঠা না দেখা যায় তবে পুরো পৃষ্ঠাটির স্ক্রিনশট নিতে অনেক সমস্যা হয়। মজিলা ফায়ারফক্সের সঙ্গে ৭০ কিলোবাইটের ছোট্ট একটি প্রোগ্রাম (অ্যাড-অন) যোগ করে খুব সহজেই পুরো ওয়েবসাইটের পুরো পৃষ্ঠার স্ক্রিনশট নিতে পারেন।
এ জন্য প্রথমে মজিলা ফায়ারফক্স খুলে https://addons.mozilla.org/en-US/firefox/addon/screengrab ঠিকানায় গিয়ে Add to Firefox-এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডোতে Install Now-এ ক্লিক করুন। প্রোগ্রামটি ইনস্টল হওয়ার পর Restart Firefox-এ ক্লিক করলে মজিলা ফায়ারফক্স বন্ধ হয়ে আবার চালু হবে। এখন মজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে কোনো ওয়েবপেজ খুলে তার ওপর মাউস রেখে ডান ক্লিক করলে দেখবেন, সবার নিচে ScreenGrab নামের একটি অপশন যোগ হয়েছে। এখন যে পেজের স্ক্রিনশট নিতে চান তার ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে সবার নিচে থেকে ScreenGrab>Save>Complete page/Frame-এ ক্লিক করে PNG বা JPG ফরম্যাটে স্ক্রিনশটটি সেভ করতে পারবেন।

ফায়ারফক্সে যেকোনো অ্যাড-অনস

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সে নানা কারণে আমরা হালনাগাদ করে থাকি। কিন্তু হালনাগাদ করার ফলে অনেক সময় পুরোনো ব্রাউজারের কিছু কিছু অ্যাড-অনস নিষ্ক্রিয় থাকে। ‘কম্প্যাবিলিটি রিপোর্টার’ নামের একটি অ্যাড-অনসের সাহায্যে ইচ্ছে করলে আপনি ব্যবহারের অনুপযোগী অ্যাড-অনস নতুন ব্রাউজারে ব্যবহার করতে পারেন।
এ জন্য প্রথমে অ্যাড-অনসটি https:// addons.mozilla.org/en-US/firefox/addon/add-on-compatibility-reporter ঠিকানা থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। এরপর ফায়ারফক্স আবার চালু (রিস্টার্ট) করুন। এখন আপডেট করা ফায়ারফক্সে পুরোনো ব্রাউজারের যেকোনো অ্যাড-অনস ব্যবহার করা যাবে।

সহজেই ওয়েব ঠিকানা আদান-প্রদান

নানা কারণে আমরা বিভিন্ন সাইটের লিংক আমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি । মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে ইচ্ছে করলে অতি সহজেই যেকোনো ওয়েব পেইজের লিংক অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এ জন্য আপনার লাগবে ‘অ্যাড দিস’ নামের একটি অ্যাড-অনস প্রোগ্রাম। এই অ্যাড-অনসটি
http://addons.mozilla.org/en-US/firefox/ addon/4076/ ঠিকানা থেকে নামিয়ে নিন। এর পর ব্রাউজার রিস্টার্ট দিন। এখন আপনার কাঙ্খিত ওয়েবপেইজে গিয়ে মাউসের ডান ক্লিক করে Add this অপশনে গেলেই ফেসবুক,ু টুইটার, গুগল বাজ, ব্লগারসহ জনপ্রিয় বিভিন্ন সাইটের ঠিকানা তালিকা পাওয়া যাবে, এখান থেকে সহজেই যেকোন লিংক সরাসরি শেয়ার করতে পাবেন। সরাসরি ইমেইলের মাধ্যমে শেয়ার করার ব্যবস্থাও রয়েছে। এ ছাড়াও পছন্দের ওয়েবপেজটি সরাসরি প্রিন্ট করে বের করতে পারবেন। কোন কোন সাইটে আপনি শেয়ার করতে পারবেন তার তালিকা দেখতে tools/addon/addthis/option অপশনে যান।

ইউটিউব ভিডিও-অডিও ফরমেটে রূপান্তর

ইন্টারনেটে ভিডিও আদান-প্রদান, দেখা বা নামানোর (ডাউনলোড) জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে অনেক সময় পুরো ভিডিও ডাউনলোড না করে ভিডিওর শুধু অডিও অংশটি প্রয়োজন হয়। এ জন্য অনেকেই পুরো ভিডিওটি নামিয়ে সেটিকে আবার বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অডিও ফরমেটে রূপান্তর করেন। তবে এত কিছু না করে সহজেই অনলাইনে কিছু ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি MP3 ফরমেটে রূপান্তরের মাধ্যমে ইউটিউবের কাঙ্ক্ষিত ভিডিওটির অডিও ফাইল নামানো যায়। এ ধরনের কিছু ওয়েবসাইটের ঠিকানা: www.youtubemp3.tv, www.video2pm3.net, www.vidtomp3.com, www.flvto.com, www.fetchmp3.com ইত্যাদি। এসব সাইটের মাধ্যমে এ কাজটি সহজে করা যাবে।

টেক ডাক্তার

আমি কম্পিউটারে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহার করি। কম্পিউটারের ডি-ড্রাইভে কোনো ফাইল পেস্ট করলে তা নির্দিষ্ট ফোল্ডারে সেভ হয় না। ডি-ড্রাইভের যে স্থানে মাউসের কার্সর থাকে সেখানে স্বয়ংক্রিয়ভাবে ফাইলটি সেভ হয়।
এ রহমান ঢালী, ইমেইল :marj.bd751@yahoo.com

সমাধান : আপনি কোনো ফাইল যে স্থানে সংরক্ষণ করতে চান সে স্থানটি কার্সরের সাহায্যে নির্দিষ্ট করে পেস্ট করুন। আপনি যেখানে কার্সর রাখবেন সেখানেই পেস্ট হবে। সমস্যার সমাধান না হলে সি-ড্রাইভ ফরম্যাট করে উইন্ডোজ ৭ ইনস্টল করুন।

ফায়ারফক্সে ভাইরাস স্ক্যান বন্ধ

ফায়ারফক্সে ভাইরাস স্ক্যান বন্ধ করে ফাইল দ্রুত ডাউনলোড করা সম্ভব। এ জন্য ব্রাউজারের অ্যাড্রেস বারে about:config লিখে enter চাপুন। এবার I�ll be carefull, I promise! লেখা বাটনে ক্লিক করতে হবে। এরপর খালি বক্সে browser.download.manager.scanWhenDone লিখলে নিচে একটি অপশন আসবে। সেখানে দুবার ক্লিক করলে ডিফল্ট True থেকে False হয়ে যাবে এবং ফাইলের ভাইরাস স্ক্যান বন্ধ হবে।

কম্পিউটার চালু ও বন্ধের সময় দেখা

কম্পিউটার চালু ও বন্ধের সময় দেখা সম্ভব। এ জন্য run অপশন চালু করে SchedLgU.txt লিখে ok করলেই কম্পিউটার কখন চালু বা বন্ধ হয়েছে সে তথ্য জানা যাবে।

কম্পিউটারে অ্যান্ড্রয়েড ইনস্টল

বর্তমানে সেলফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের জয়জয়কার থাকলেও খুব কম মানুষই এটা ব্যবহার করার সুযোগ পেয়েছেন। তবে কিছুটা কৌশলী হলে সেলফোনের পরিবর্তে পিসিতেই অ্যান্ড্রয়েড চালানো সম্ভব। এজন্য প্রথমে পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড [নূ্যনতম ২৫৬ মেগাবাইট] কম্পিউটারের সঙ্গে সংযোগ করাতে হবে। এর পর android-x86-2.2-generic.iso এবংUNetbootin অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড শেষে UNetbootin ফাইলটি রান করুন। প্রদর্শিত বার্তার পাশের দিকে UNetbootin অপশনটি ক্লিক করে সিলেক্ট থেকে আপনার ডাউনলোড করা android-x86-2.2-generic.iso ফাইলটি বাছাই করে দিন। এরই সঙ্গে নিচের দিকের মেন্যু থেকে ফ্লাশড্রাইভটি নির্বাচিত করে Ok ক্লিক করুন। কমান্ড পাওয়া মাত্রUNetbootin ফাইলটি ফ্লাশড্রাইভে কপি হওয়া শুরু হবে। ড্রাইভের গতির ওপর ভিত্তি করে কিছুটা সময় নেবে। প্রসেস শেষে পিসি রিস্টার্ট হওয়ার অনুমতি চাইলে Ok ক্লিক করতে হবে। পিসি চালু হওয়ার সময় অ্যান্ড্রয়েড রিবুট করার জন্য কিবোর্ড থেকেF2, F10 চাপতে হবে। কখনও বায়োসের গঠন আলাদা হওয়ায় অন্য কোনো বোতামে ফাংশনটি দিয়ে দেওয়া থাকতে পারে। সিলেক্ট অপশন এলে Live CD–Run Android-x86 without installation অপশনটি নির্ধারণ করে দিতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যে লোড হতে শুরু করবে। লোড হওয়া শেষ হলে সরাসরি অ্যান্ড্রয়েড ডেস্কটপ ওপেন হবে। এরপর ডেস্কটপ, উইজেট সবকিছু নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে। পাশাপাশি নেট থেকে অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যে অ্যাপ্লিকেশন নামিয়ে ইনস্টল করে অনেকটা ক্রোম ল্যাপটপের মতোই ব্যবহার করা যাবে। তবে মনে রাখতে হবে কম্পিউটার পুনরায় বন্ধ বা রিস্টার্ট দিলে আগের উইন্ডোজ চলে আসবে। ডাউনলোড ঠিকানা :http://bit.ly/yrnMlP Ges http://bit.ly/oy8Jd1