Get Flower Effect

জানতে হলে জানাতেও হবে....

কাঙ্খিত তথ্য জানতে সংশ্লিষ্ট ডানপাশের লেবেল এর উপর ক্লিক করুন। যেকোন পোস্ট যেকোন সময় আপডেট হতে পারে। তাই একবার সমাধান না পেলে পূনরায় ঐ পোস্টটি ভিজিট করুন। পূর্বের পোষ্টগুলো দেখতে চাইলে পুরাতন পোষ্ট-এ এবং নতুন পোস্টগুলোর জন্য হোম বাটনে ক্লিক করুন। যাদের জানা নেই শুধু তাদের জন্য .....

If you want to know more about online earning then please click here

Translate

মজিলা ফায়ারফক্সকে বানিয়ে নিন আপনার ড্রয়িং টুল

মজিলা ফায়ারফক্স 3 নিয়ে কিছুদিন আগেই লিখেছি। এখন কথা বলব মজিলা ফায়ারফক্স 3 এর নতুন রিলিজ হওয়া একটি এ্যাড অন নিয়ে।
মজিলা ফায়ারফক্সের ইউজারদের নতুন করে এ্যাডঅনের সাথে পরিচয় করিয়ে দেয়ার দরকার নেই।এই এ্যাড অনগুলোকেই আমার বেশী ভালো লাগে। আমার মতে এটি মজিলা ফায়ারফক্সের এমন একটি বৈশিষ্ট যা সহজেই অন্যান্ন ব্রাউজার থেকে আলাদা করে দেয়। কিন্তু মজিলা ফায়ারফক্স 3 তে সর্বশেষ যে জোস এ্যাড অন টি এ্যাড করা হয়েছে তা হয়ত না জানলেই নয়।
তাই এটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব
মজিলা ফায়ারফক্স 3 এর নতুন এ্যাডঅনটির নাম হল পেন্সিল প্রজেক্ট যার মাধ্যমে আপনি আপনার ব্রাউজারকে পরিপূর্ণ ড্রয়িং প্লাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন। এই পেন্সিল ইন্সটলের সাথে সাথে ব্রাউজারের সাথে ইন্টিগ্রেট হয়ে ইউজারকে এক্সটার্নাল ক্যানভাস লোড, সেভ এবং ডিসপ্লে করা সহ প্যালেট ও ব্যবহার করার সুযোগ এনে দিয়েছে।
এটি সবার ব্যাবহার করার মত একটি ওপেন সোর্স টুল যা ইউজারদের GUI( graphical user interface) PROTOTYPING এবং ডায়াগ্রাম মেকিং এর জন্য নতুন সম্ভাবনার উন্মোচন করবে বলে ধারনা করা হচ্ছে।
এতে যে সমস্ত ফিচার থাকছে -
১. ডায়াগ্রামিং এবং প্রোটোটাইপিং এর জন্য বিল্টইন স্টেনসিলস
২. মাল্টিপেজ ডকুমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড পেজ
৩. অনস্ক্রীন টেক্সট এডিটিং।
৪. PNG RASTERIZING
৫. ইউজার ডিফাইন স্টেনসিলস
৬. স্ট্যান্ডার্ড ড্রয়িং অপারেশান যেগুলোর সাথে আমরা সবাই পরিচিত যেমন - এ্যালাইনিং, জেড - অর্ডারিং, রোটেটিং এগুলো তো থাকছেই।
৭. ক্রস প্লাটফর্ম
৮. এক্সটার্নাল অবজেক্ট এ্যাড করার সুবিধা ও থাকছে এতে।
এই চমৎকার টুল টি ইন্সটল করতে এবং বিস্তারিত জানতে পেন্সিল প্রজেক্ট এর ওয়েব সাইটে যেতে হবে আপনাকে। আর একটি মজার বিষয় হল আপনি পেন্সিল প্রজেক্ট এ্যাডঅন হিসেবে ব্যবহার না করকে চাইলেও আলাদা সফ্টওয়্যার হিসেবে ও ডাউনলোড করে নিত পারবেন।