Get Flower Effect

জানতে হলে জানাতেও হবে....

কাঙ্খিত তথ্য জানতে সংশ্লিষ্ট ডানপাশের লেবেল এর উপর ক্লিক করুন। যেকোন পোস্ট যেকোন সময় আপডেট হতে পারে। তাই একবার সমাধান না পেলে পূনরায় ঐ পোস্টটি ভিজিট করুন। পূর্বের পোষ্টগুলো দেখতে চাইলে পুরাতন পোষ্ট-এ এবং নতুন পোস্টগুলোর জন্য হোম বাটনে ক্লিক করুন। যাদের জানা নেই শুধু তাদের জন্য .....

If you want to know more about online earning then please click here

Translate

ওয়ার্ডপ্রেস কোড লেবেল জানুন

ওয়ার্ডপ্রেস-এ যখন সাইট তৈরী করা হয় তখন ডেট এবং টাইম ষ্ট্যাম্প পরিবর্তন করা যায়। প্রত্যেকে ওয়েবসাইট-এ টেম্পলেট অনুযায়ী যার যার নিজেদের মতো তারিখ এবং সময়, দিন ইত্যাদি সেট করা হয়।
অধিকাংশ ফুলপ্রস মেথড নিম্নে দেওয়া হল:
১. এ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড যেতে হবে।
২. বামের মেনুতে “appearances” ট্যাবে কিক করতে হবে।
৩. “Editor”  এ কিক করতে হবে।
৪. নতুন স্ক্রিনের ডানে  “Single Post” এ একবার কিক করতে হবে। তারপর কোড এডিটর আসবে।
কোড এডিটরে  সংশোধন করতে হবে।

উপরোক্ত কোডগুলি ডিলিট করে নীচের মতো কোড লিখতে হবে।

” d = date
” m = month
“y = year
ওয়ার্ড প্রেস সিক্রেট
১০০ টি  Word press theme site :
http: //themes.Wordpress.net
http : //www.wpthemesfree.com
http : //www.Wordpress.org
http : //www.Wordpress.com
ওয়ার্ড  প্রেস  SEO
ওয়ার্ড  প্রেসে  SEO করতে চাইলে  All in SEO প্লাগিনস টি  Download দিতে হবে। এডমিন প্যানেলে যেতে হবে। প্লাগিন-এ ক্লিক করতে হবে। তারপর Add new তে ক্লিক করতে হবে। Upload  এ গিয়ে ডাউনলোডকৃত প্লাগিনস টি Add করতে হবে।
তারপর সাইটে Visitor আনার জন্য বিভিন্ন লিংক দিতে হবে।
এছাড়া আরো যে প্লাগিনস গুলি রয়েছে তার মধ্যে  Akismet, Google XML, Sitemap, WP-db backup, WP-polls.
সে গুলি Add করে সাইটকে আরো চমৎকার করা যায়।
পরবর্তী সংখ্যায় ওয়ার্ড প্রেসে ফাশের ব্যবহার থাকবে।
mail : la44734@gmail.com
Writer name : illias Ahmed
Ocp, Rhce, Php Certified
Seo and EMS expert
Website : www.anasmartweb.com and
www.bdfreelancer.net