Get Flower Effect

জানতে হলে জানাতেও হবে....

কাঙ্খিত তথ্য জানতে সংশ্লিষ্ট ডানপাশের লেবেল এর উপর ক্লিক করুন। যেকোন পোস্ট যেকোন সময় আপডেট হতে পারে। তাই একবার সমাধান না পেলে পূনরায় ঐ পোস্টটি ভিজিট করুন। পূর্বের পোষ্টগুলো দেখতে চাইলে পুরাতন পোষ্ট-এ এবং নতুন পোস্টগুলোর জন্য হোম বাটনে ক্লিক করুন। যাদের জানা নেই শুধু তাদের জন্য .....

If you want to know more about online earning then please click here

Translate

গুগলের ব্যতিক্রমী কিছু ব্যবহার

ইন্টারনেটে তথ্য খুঁজতে সবচেয়ে বেশি যে সার্চ ইঞ্জিনটি ব্যবহূত হয়, সেটিই হলো গুগল। গুগল শুধু সার্চ ইঞ্জিনই নয়, প্রয়োজনমতো গুগলকে অভিধান, ক্যালকুলেটর, ইউনিট কনভার্টার হিসেবেও ব্যবহার করা যায়।গুগলের তেমন কিছু ব্যতিক্রমী ব্যবহার-পদ্ধতি দেওয়া হলো 

ক্যালকুলেটর হিসেবে গুগল: গুগলের সার্চ বারকে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন। গুগলের built-in ক্যালকুলেটর ফাংশন ব্যবহারের জন্য যোগ, বিয়োগ, গুণ, ভাগের চিহ্নগুলো ব্যবহার করতে হবে। আপনার প্রয়োজনীয় হিসাবের শেষে সমান (=) চিহ্নটি লিখুন।

যেমনসার্চ বারে যদি + =’ লিখেন, তাহলে সার্চ রেজাল্টে এর যোগফল ১৭ পাবেন। গুগলে দশমিকের হিসাবও করা যায়।
অভিধান হিসেবে গুগল: গুগলকে আপনি অভিধান হিসেবে ব্যবহার করতে পারেন। জন্য প্রয়োজনীয় শব্দের আগে ‘define’ শব্দটি লিখুন। তাহলেই ওই শব্দ কোন ভাষার, অর্থ কী, কোথায় ব্যবহূত হয়এসব জানতে পারবেন। ধরুন, আপনি health শব্দটির প্রতিশব্দ চাচ্ছেন; তাহলে গুগলের সার্চ বারে লিখবেন, define : health
সমার্থক শব্দ খুঁজতে গুগল: আপনি যদি কোনো শব্দের প্রতিশব্দ জানতে চান, তবে শব্দটির আগে টিল্ড (ƒ) চিহ্ন দিন। ধরুন, আপনি city শব্দটির প্রতিশব্দ খুঁজছেন, তাহলে সার্চ বারে লিখুন ƒcity
নির্দিষ্ট সময়ের তালিকা: আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো তালিকা খুঁজে পেতে চান, তাহলে ২০০৮..২০১১ লিখতে হবে। যদি ২০০৮..২০১১ Books লেখেন, তাহলে ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত প্রতিবছরের সেরা বইগুলোর তালিকা পাবেন।
মুদ্রার মান: যদি এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় কনভার্ট করে মূল্য দেখতে চান, তবে সেটাও সম্ভব। যেমনআপনি জানতে চাচ্ছেন, পাঁচ মার্কিন ডলারে কত ইউরো। তাহলে গুগলের সার্চ বারে আপনাকে লিখতে হবে 5 usd in euro, তাহলেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় তথ্য