Get Flower Effect

জানতে হলে জানাতেও হবে....

কাঙ্খিত তথ্য জানতে সংশ্লিষ্ট ডানপাশের লেবেল এর উপর ক্লিক করুন। যেকোন পোস্ট যেকোন সময় আপডেট হতে পারে। তাই একবার সমাধান না পেলে পূনরায় ঐ পোস্টটি ভিজিট করুন। পূর্বের পোষ্টগুলো দেখতে চাইলে পুরাতন পোষ্ট-এ এবং নতুন পোস্টগুলোর জন্য হোম বাটনে ক্লিক করুন। যাদের জানা নেই শুধু তাদের জন্য .....

If you want to know more about online earning then please click here

Translate

ই-মেইলে বড় ফাইল পাঠান

অনেকেই ই-মেইলের মাধ্যমে বড় সাইজের ফাইল পাঠাতে চান। তবে বিনা মূল্যে ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল অ্যাটাচ ফাইলে একটি নির্দিষ্ট সাইটের বেশি বড় সাইজের ফাইল পাঠানো যায় না। এ ছাড়া সফটওয়্যার বা গেমসও সংযুক্ত করে পাঠানো যায় না। কারণ মেইল সেবাদানকারীরা মনে করেন .exe এক্সটেনশন যুক্ত ফাইলে ভাইরাস থাকতে পারে। এসব সমস্যার সমাধান দিতে পারে ড্রপবক্স (Dropbox)। আপনার কম্পিউটারে ইন্সটল করা ড্রপবক্স ফোল্ডারের ভেতরে Public নামের একটা ফোল্ডার রয়েছে তার ভেতরে রেখে দিন যা আপনি পাঠাতে চান। পুরো ফোল্ডার পাঠাতে চাইলে Zip করে রাখুন। এবার অপেক্ষা করুন সম্পূর্ণ আপলোড হওয়া পর্যন্ত। যখন দেখবেন ফাইল বা ফোল্ডারের পাশে সবুজ টিক চিহ্ন এসে গেছে বুঝবেন আপলোড সম্পন্ন। এবার সেই ফাইল বা ফোল্ডারের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে ড্রপবক্স মেনু হতে Copy public link-এ ক্লিক করুন। এবার আপনার মেইলে গিয়ে Compose Mail বা New Mail-এ যান। এবার Paste করে দিন সেই public linkটি। এই লিংকটিতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে। আপনি যদি ফাইল কিংবা ফোল্ডারের নাম পরিবর্তন না করে ভেতরে কোনো কিছু সংযোজন বা বিয়োজন করেন তাহলে নতুন করে আর মেইল করতে হবে না। আগের লিংকে ক্লিক করেই প্রাপক ডাউনলোড করতে পারবেন। ড্রপবক্সের সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন
http://roufmomen.blogspot.com/search/label/Dropbox।