আমার
কম্পিউটার চালু হওয়ার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। রিস্টার্ট করে আবার চালু
করলে একই সমস্যা হয়। এ ছাড়া নতুন করে উইন্ডোজ ইনস্টল করার চেষ্টা করলেও
সম্ভব হচ্ছে না। এ সময় কম্পিউটারে হার্ডডিস্ক সংযোগ নেই বলে বার্তা
প্রদর্শন করে।
আশিকুর রহমান, ইমেইল : marmugdha@gmail.com
সমাধান : প্রথমে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই পরিবর্তন করুন। এবার প্রসেসরের ফ্যান খুলে পরিষ্কার করে ফ্যানের নিচে অল্প কুলিং পেস্ট লাগিয়ে আবার সংযোগ দিন। এ ছাড়া হার্ডডিস্কের সংযোগ সঠিকভাবে রয়েছে কি না তা পরীক্ষা করুন।
আশিকুর রহমান, ইমেইল : marmugdha@gmail.com
সমাধান : প্রথমে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই পরিবর্তন করুন। এবার প্রসেসরের ফ্যান খুলে পরিষ্কার করে ফ্যানের নিচে অল্প কুলিং পেস্ট লাগিয়ে আবার সংযোগ দিন। এ ছাড়া হার্ডডিস্কের সংযোগ সঠিকভাবে রয়েছে কি না তা পরীক্ষা করুন।