Get Flower Effect

জানতে হলে জানাতেও হবে....

কাঙ্খিত তথ্য জানতে সংশ্লিষ্ট ডানপাশের লেবেল এর উপর ক্লিক করুন। যেকোন পোস্ট যেকোন সময় আপডেট হতে পারে। তাই একবার সমাধান না পেলে পূনরায় ঐ পোস্টটি ভিজিট করুন। পূর্বের পোষ্টগুলো দেখতে চাইলে পুরাতন পোষ্ট-এ এবং নতুন পোস্টগুলোর জন্য হোম বাটনে ক্লিক করুন। যাদের জানা নেই শুধু তাদের জন্য .....

If you want to know more about online earning then please click here

Translate

ভারতে ফোর-জি মোবাইল সেবা চালু

ভারতে এই প্রথম চালু হলো চতুর্থ প্রজন্মের (ফোর-জি) মোবাইল ফোন সেবা। আর এটা চালু হলো পশ্চিমবঙ্গ থেকেই। গত মঙ্গলবার এই সেবা আনুষ্ঠানিকভাবে চালু করেন ভারতের কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী কপিল সিবাল।
এই সেবা ভারতে প্রথম চালু করেছে বেসরকারি টেলিফোন সংস্থা এয়ারটেল। এর আগে ১৯৯৫ সালে ৩১ জুলাই কলকাতা থেকেই প্রথম দ্বিতীয় প্রজন্মের (টু-জি) সেবা চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।
কলকাতার পর এবার ফোর-জি মোবাইল সেবা চালু হচ্ছে বেঙ্গালুরু, পুনে ও বেঙ্গালুরুতে। তারপর দেশের অন্যান্য শহরে। এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফোর-জি মোবাইলে ৯৯৯ টাকায় ছয় বিগাবাইট পর্যন্ত তথ্য আদান-প্রদানের সুযোগ মিলবে।
কপিল সিবাল বলেন, ১২০ কোটি মানুষের দেশে ৯০ কোটি মানুষ এখন মোবাইল ব্যবহার করেন। তিনি মোবাইল ফোন-বাণিজ্যে সরকার হস্তক্ষেপ না করারও আশ্বাস দেন। তিনি বলেন, সরকার ছাড়াই দেশে বেসরকারি মোবাইল সংস্থার উদ্যোগে মোবাইল দুনিয়ায় বিপ্লব এসেছে।