Get Flower Effect

জানতে হলে জানাতেও হবে....

কাঙ্খিত তথ্য জানতে সংশ্লিষ্ট ডানপাশের লেবেল এর উপর ক্লিক করুন। যেকোন পোস্ট যেকোন সময় আপডেট হতে পারে। তাই একবার সমাধান না পেলে পূনরায় ঐ পোস্টটি ভিজিট করুন। পূর্বের পোষ্টগুলো দেখতে চাইলে পুরাতন পোষ্ট-এ এবং নতুন পোস্টগুলোর জন্য হোম বাটনে ক্লিক করুন। যাদের জানা নেই শুধু তাদের জন্য .....

If you want to know more about online earning then please click here

Translate

ফাইল কপি বা মুভ করুন সহজে


অনেক সময় আমাদের এমন কিছু ফাইল খুব দ্রুত কপি বা কাট করে অন্য ড্রাইভে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। ফাইলে কপি করে আবার নির্দিষ্ট ড্রাইভে গিয়ে পেস্ট করা অনেক সময় ঝামেলাদায়ক হয়ে যায়। যদি মাউসের ডান বাটনে Copy To I Move To নামে দুটি অপশন যোগ করা যায়, তাহলে যেকোনো ফাইল কপি ও মুভ করা যাবে সহজে। এ জন্য প্রথমে Start মেন্যু থেকে Run-এ গিয়ে টাইপ করুন regedit এবং এন্টার চাপুন। এখন এই ডিরেক্টরিটি খুঁজে বের করুন H KEY _CLASSES_ROOT\All file System Objects\shells\Context Menu Handlers; এখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দুটি নতুন Key বানান, একটার নাম দিন Copy To, আরেকটার নাম দিন Move To। এখন default-এ ডবল ক্লিক করে Copy To-এর জন্য লিখুন: {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} এবং Move To-এর জন্য লিখুন: {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} এবং Move To-এর জন্য লিখুন {C2FBB631-2971-11d1-A18C-00C04FD75D13}। ওপরের ভেলুগুলো ঠিক যেভাবে আছে, সেভাবে দেবেন। এবার বের হয়ে যেকোনো ফাইলে রাইট বাটনে ক্লিক করলে দেখতে পাবেন Copy To ও Move To অপশন দেখা যাবে।