Get Flower Effect

জানতে হলে জানাতেও হবে....

কাঙ্খিত তথ্য জানতে সংশ্লিষ্ট ডানপাশের লেবেল এর উপর ক্লিক করুন। যেকোন পোস্ট যেকোন সময় আপডেট হতে পারে। তাই একবার সমাধান না পেলে পূনরায় ঐ পোস্টটি ভিজিট করুন। পূর্বের পোষ্টগুলো দেখতে চাইলে পুরাতন পোষ্ট-এ এবং নতুন পোস্টগুলোর জন্য হোম বাটনে ক্লিক করুন। যাদের জানা নেই শুধু তাদের জন্য .....

If you want to know more about online earning then please click here

Translate

ফ্রিল্যান্সিং এ সফলতা পাওয়ার উপায়, পর্ব-৪

freelancingthum
In this Section you can know how to success in freelancing marketplace. Actually new freelancer try to win data entry project. but many freelancer won't success. i would like to share with you some tips & tecniques to win success in freelancing.




banglabutton

 


ফ্রিল্যান্সিং এ সফলতা পাওয়ার উপায়
এ পর্বে আলোচনা করব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিভাবে সহজে ডাটা এন্ট্রি প্রজেক্টে Win করতে পারেন।
পূর্বের পর্বসমূহ দেখতে নিচের লিংকসমূহে ক্লিক করুন
ফ্রিল্যান্সিং এ সফলতা পাওয়ার উপায়-১
ফ্রিল্যান্সিং এ সফলতা পাওয়ার উপায়-২
ফ্রিল্যান্সিং এ সফলতা পাওয়ার উপায়-৩

ডাটা এন্ট্রির কাজ বলতে আমরা বাংলাদেশীরা সাধারণতঃ বুঝি Ms word বা Ms Excel এ টাইপ করা অথবা কোন নির্দ্দিষ্ট ফর্মে Fill up জাতীয় কাজ। কিন্তু অনলাইন ফ্রিল্যান্সিং এ ডাটা এন্ট্রির রয়েছে বহুবিধ প্রকার।
ডাটা এন্ট্রির কাজ পাওয়ার জন্য মূলতঃ যে বিষয়গুলো বিবেচনা রাখতে হবে
১.    কাজটি বুঝতে পারা
২.    তুলনামূলক কম প্রতিযোগিতামূলক প্রজেক্টে বিড করা
৩.    বিডের সময় কাজের Sample সংযুক্ত করা

উপরোক্ত বিষয়সমূহ সঠিকভাবে বিশ্লেষণের জন্য নিম্নে Freelancer.com, odesk.com, Scriptlance.com সাইটের কতিপয় ডাটা এন্ট্রি কাজের নমুনা ও বিডসংখ্যা প্রদত্ত হল

Project Name Bid
Word Typing (Easy Data Entry) 69
High quality blog commenting for backlink 12
Simple copy/paste 135
Captcha entry

500 Facebook like 19
300 social bookmarking 42
Product input/add in E-commerce site 18
Need 500 Do follow backlink 6
Facebook/Twitter virtual Assistant

Web site browsing & data collection

Data entry on web & Excel 154
Image resizing/cropping 61
Data entry & Captcha entry 99
Download video & upload new site 39
Social media expert 29 `
Typing master 22
ফ্রিল্যান্সিং মার্কেটের ডাটা এন্ট্রির কাজগুলো ভাল করে রিভিউ করলে দেখবেন-এর ৫০% কাজ হচ্ছে. ব্যাকলিংক তৈরি, ডিরেক্টরী সাবমিশন, Bookmarking, Social media expert (Facebook fan) তথা SEO বা ওয়েব সাইট মার্কেটিং এর কাজ। ৩০% কাজ হচ্ছে, Copy/paste, excel, captcha entry. ২০% কাজ হচ্ছে-, ইকমার্স সাইটে প্রোডাক্ট/ইমেজ Ad করা, ইমেজ রিসাইজ ইত্যদি। অতএব, ফ্রিল্যান্সিং ডাটা এন্ট্রিতে দ্রুত সফল হতে নিম্নোক্ত এরিয়াতে আপনাকে দক্ষ হতে হবে।
1. Seo  বা Link building
2.  Facebook, Twitter, youtube ইত্যাদির জন্য Social Networking
3. কপি/পেষ্ট, ডাটা এন্ট্রি ইত্যাদি কাজের জন্য  Ms word/Excel
4. ইমেজ রিসাইজ/এডিটিং এর জন্য ফটোশপ ব্যাসিক
5. প্রোডাক্ট এড/আপলোড জাতীয় কাজে জুমলা/ওয়ার্ডপ্রেস ব্যাসিক

ভাল করে পর্যবেক্ষণ করলে দেখবেন- Seo ও এর Social Networking এর কাজে প্রতিযোগিতা তুলনামূলক অনেক কম। নিচের ২টি প্রজেক্টের একটি কপি/পেষ্ট এবং অন্যটিSeo এর ব্যাকলিংক তৈরি প্রজেক্টের বিড সংখ্যা প্রদত্ত হল
freelancing11
freelancing12

এজন্য যারা ফ্রিল্যান্সিং ডাটা এন্ট্রি প্রজেক্টে সহজে ও দ্রুত কাজ পেতে চান তাদের জন্য Seo বা Link building কাজে দক্ষ হওয়া অত্যাবশ্যক। শুধুমাত্র ডাটা এন্ট্রি সেকশনে নয়; বড়ং এ জাতীয় কাজগুলোর জন্য ফ্রিল্যান্সিং সাইটসমূহে Link building ও Seo নামে আলাদা সেকশনই রয়েছে। এজন্য পূর্ব হতেই নিজস্ব বা অন্য কোন সাইটের জন্য Link building এর কাজ করে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিভিন্ন হাই PR সাইট/ফোরামের লিষ্ট তৈরি করে রাখতে হবে। আপনি যে সত্যিকার অর্থেই প্রফেশনাল লিংক বিল্ডার তা বিড করার সময় তে দেখানোর চেষ্টা করুন। ধরুন, একটি কাজে বায়ারের রিকয়ারমেন্ট হাই
PR ফোরামে Link building, আপনি পূর্ব হতেই হাই PR ফোরামের কয়েক হাজার লিষ্ট তৈরি করে রাখুন। যখন Bid করবেন-লিষ্ট এটাচ করে দিন। নিজেকে প্রফেশনালভাবে উপস্থাপন করুন। কাজ পেতে সময় লাগবে না।

নুতন ফ্রিল্যান্সাররা কোন সাইটে দ্রুত সফলতা পাবেন?
এ ব্যাপারে নির্দ্দিষ্ট করে বলা কঠিন-এক একজন এক এক সাইটে দ্রুত সফল হন। তবে আমার মতে
www.Scriptlance.com সাইটে নুতন ফ্রিল্যান্সাররা দ্রুত সফলতা পাবেন। কারণ, পর্যবেক্ষণ করে দেখা গেছে, এ সাইটে ফ্রিল্যান্সারদের প্রতিযোগিতা তুলনামূলক কম।


কতবার বিড করলে সফল হবেন?
এটা বলা কঠিন-কারো কারো ২/১ টি বিড করার পরেই সফলতা এসেছে। কেও কেও ২০/৩০টি বিড করার পর সফলতা এসেছে। অনেক প্রফেশনাল ফ্রিল্যান্সার রয়েছেন, যারা বর্তমানে সফলতার সাথে ফ্রিল্যান্সিং করছেন। তাদের এমনও রেকর্ড রয়েছে-৬ মাস
পর্যন্ত- বিড করেছে, কোন কাজ পাননি। অতঃপর কাজ পেয়েছে, তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে স্বাভাবিকভাবে উপরোক্ত গাইডলাইন মত অগ্রসর হলে আশা করি খুব দ্রুত সফলতা পাবেন এ আশাবাদ ব্যাক্ত করে পর্বগুলোর সমাপ্ত টানছি।